রাজধানীর উত্তরায় ট্রেনে কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশীদ (৬৯) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উত্তরার ৮ নম্বর সেক্টরের রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুর রশীদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ছিলেন।
ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান বলেন, ঘটনাস্থলে বাজারের ব্যাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে-,তিনি রেলগেটের পাশের বাজার থেকে সবজি কিনে বাসায় ফিরছিলেন। পথে রেললাইন পার হতে গিয়ে টঙ্গীগামী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। তার বাজারের ব্যাগে ফুলকপিসহ কাঁচা সবজি পাওয়া গেছে।
তিনি আরও বলেন, আব্দুর রশীদের বাসা উত্তরা ৬ নম্বর সেক্টরে। তার স্ত্রী-সন্তানরা কানাডায় থাকেন। এখানে তিনি একাই থাকতেন। অধ্যাপক রশীদের সঙ্গে থাকা ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় পেয়েছে পুলিশ।