বসন্তের আগমনে প্রকৃতিতে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বাড়ছে বৃষ্টির প্রবণতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আগামী তিন দিনের মধ্যে বরিশালসহ দেশের ৬ বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দেয়া আবহাওয়ার বর্ধিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
তবে সোমবার (১৯ ফেব্রুয়ারি) সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দেশের ছয় বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি।
আবহাওয়া দপ্তর বলছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল এবং ময়মনসিংহ বিভাগের ২/১ জায়গায় বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত প্রবণতা বাড়তে পারে।
এদিকে শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।’