মেয়ের বিয়ে দিচ্ছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান নির্বাচক শহিদ খান আফ্রিদি। মেয়ের বর নাসির নাসের নামে এক এক পাকিস্তানি যুবক। বৃহস্পতিবার জিও নিউজের উর্দু ভার্সনে বিষয়টি জানানো হয়।
পত্রিকাটির খবর অনুযায়ী, গতকাল মঙ্গলবার নিজ বাড়িতে বড় মেয়ে আকসা আফ্রিদির মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বিয়ে হবে আগামীকাল শুক্রবার।
সূত্র জানায়, এরই মধ্যে বর-কনের বিয়ের ডিজিটাল কার্ড প্রকাশিত হয়েছে। এদিকে ‘বুমবুম’ খ্যাত সাবেক জনপ্রিয় অলরাউন্ডার আফ্রিদির দ্বিতীয় মেয়ে আনশা আফ্রিদির বিয়ে ঠিক আগেই থেকেই। বর্তমান পাকিস্তান দলের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদির সাথে গত বছরের মার্চে আনশা আফ্রিদির বাগদান সম্পন্ন হয়েছে। তাদের বিয়ে আগামী বছরের ৩ ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।