পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আব্দুল্লাহ রুবেল (২০) নামের এক কলেজছাত্র মারা গেছেন। আজ রোববার বিকেলে জেলার ভজনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুবেল বাংলাবান্ধা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের জহির আলীর ছেলে। তিনি মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি পড়াশোনার পাশাপাশি বড় ভাই শাহ আলম কিরণের ‘কিরণ ট্রেডার্স’ এর ব্যবসা দেখতেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে ভজনপুর ভিতরগড় রোডে দিয়ে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন রুবেল। আকস্মিক তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে তিনি হাইড্রোলিক ব্রেক চাপেন। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা আধুনিক সদর হাসপাতালে নেয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার্ড করা হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি মারা যান।
ভজনপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, দুর্ঘটনার পর আরোহীর মোটরসাইকেল বক্স থেকে দুই লাখ টাকা পাওয়া যায়। সম্ভবত ব্যাংক থেকে টাকা তুলেছিলেন তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।