ঢাকা , বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জমে উঠেছে রাজ-বুবলীর প্রেম ভালোবাসা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০১:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ১১০৮ বার পড়া হয়েছে

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ ও শবনম বুবলী। অনেকটাই চুপিসারে তারা শেষ করেছেন নতুন সিনেমার শুটিং। আর প্রথম ঝলকে এই দুই তারকাকে পাওয়া গেছে ভিন্ন এক রূপে। ‘দেয়ালের দেশ’ হতে যাচ্ছে রাজ-বুবলীর অন্যরকম একটি সিনেমা।

গেল ২৩ মার্চ টিজার প্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান। যেটা উন্মুক্ত করা হয়েছে গতকাল শনিবার বিকালে। টিজারে যে আভাস দিয়েছিলেন তরুণ নির্মাতা মিশুক মনি গানেও তার কমতি রাখেননি, বজায় রেখেছেন ধারাবাহিকতা।

‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রনায়নে উঠে এসেছে এর মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। রয়েছে পাওয়া না পাওয়ার হাহাকারও।

‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। এটি নির্মিত হয়েছে মেট্রো সিনেমার ব্যানারে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

জমে উঠেছে রাজ-বুবলীর প্রেম ভালোবাসা

আপডেট সময় ০১:৪৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪

একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শরীফুল রাজ ও শবনম বুবলী। অনেকটাই চুপিসারে তারা শেষ করেছেন নতুন সিনেমার শুটিং। আর প্রথম ঝলকে এই দুই তারকাকে পাওয়া গেছে ভিন্ন এক রূপে। ‘দেয়ালের দেশ’ হতে যাচ্ছে রাজ-বুবলীর অন্যরকম একটি সিনেমা।

গেল ২৩ মার্চ টিজার প্রকাশের পর এবার প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম গান। যেটা উন্মুক্ত করা হয়েছে গতকাল শনিবার বিকালে। টিজারে যে আভাস দিয়েছিলেন তরুণ নির্মাতা মিশুক মনি গানেও তার কমতি রাখেননি, বজায় রেখেছেন ধারাবাহিকতা।

‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামে গানটির কথা লিখেছেন রোহিত সাধু খাঁন। সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী। গেয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি। গানটির চিত্রনায়নে উঠে এসেছে এর মূল দুই চরিত্রের অভিনয়শিল্পী শরীফুল রাজ ও শবনম বুবলীর প্রেম রসায়ন। রয়েছে পাওয়া না পাওয়ার হাহাকারও।

‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও আছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতা প্রমুখ। এটি নির্মিত হয়েছে মেট্রো সিনেমার ব্যানারে।