ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরিশালে যুগান্তর সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩০ বার পড়া হয়েছে

সংবাদ প্রকা‌শের জেরধ‌রে ব‌রিশাল সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌ষ্ট্রেট আমলী আদাল‌তে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন দৈ‌নিক যুগান্ত‌রের গৌরনদী প্রতি‌নি‌ধি আসাদুজ্জামান রিপন ও দৈনিক আজকা‌লের খব‌র পত্রিকার গৌরনদী প্রতি‌নি‌ধি কাজী র‌নি।

ত‌বে মামলায় সংবাদ প্রকা‌শের কো‌নো বিষয় উ‌ল্লেখ না ক‌রে চাঁদাবাজি, শ্ল‌ীলতাহা‌নি, জি‌ম্মি ক‌রে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আদায়ের অ‌ভি‌যোগ আনা হ‌য়েছে। ওই মামলায় দুই সাংবাদিকসহ আসামি হ‌য়ে‌ছেন আরও আটজ‌ন। গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বা‌সিন্দা ও মা‌লয়ে‌শিয়া প্রবাসী মকবুল বেপারীর স্ত্রী লা‌কি বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. ম‌নিরুজ্জামান মামলা‌টি আমলে নি‌য়ে জেলা ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ৫ এপ্রিলের ম‌ধ্যে প্রতি‌বেদন জমা দেওয়ার নি‌র্দেশ দিয়েছেন।

বুধবার সকালে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন দাবি করে সাংবাদিক আসাদুজ্জামান রিপন বলেন, ইউপি সদ‌স‌্য করিম লস্করের সাথে বাদী লাকি বেগম গংদের একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনিয়ে বি‌ভিন্ন সময় সংবাদ প্রকাশের জেরধরে লাকি বেগম আমার উপর ক্ষিপ্ত হয়ে সোমবার আদালতে এই মিথে‌্য মামলা দা‌য়ের করেছেন। সাংবাদিক কাজী রনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে মামলার মূলরহস্য বেরিয়ে আসবে।

প্রবাসীর স্ত্রী ও মামলার বাদি লাকি বেগম অভিযোগ করে বলেন, বার্থী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস‌্য ক‌রিম লস্ক‌র দীর্ঘদিন থেকে আমাকে কু-প্রস্তাব দি‌য়ে আসছিলো। এতে রা‌জি না হওয়ায় আমাকে বিভিন্নধরনের ভয়ভী‌তি প্রদর্শন করা হয়। এমনকি ইউপি সদস্যর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রবাসী স্বামীর নির্দেশে আমি নিজ বাড়িঘর ছেড়ে সন্তানদের নিয়ে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাড়া বাসায় বসবাস করে আসছি। তিনি আরও বলেন, গত ২৫ জানুয়া‌রি রা‌তে আ‌গৈলঝাড়ার ফুলশ্রী গ্রা‌মের আমার ভাড়া‌টিয়া বাসায় আসামিরা পরস্পর যোগসাজসে প্রবেশ ক‌রে।

একপর্যায়ে ভয়ভী‌তি প্রদর্শন করে তারা (আসামি) আমার বাসায় বেড়াতে আসা অতিথিসহ আমাকে অমানুষিক নির্যাতন ক‌রে। পরে জোরপূর্বক আমার অশ্লীল ছ‌বি তু‌লে তা সামাজিক যোগা‌যোগ মাধ‌্যমে ছড়ি‌য়ে দেয়ার হুমকি দেয়। এসময় আসামিরা আমার বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি দুই লাখ টাকা চাঁদা দাবি করে ব্যাংকের চেকে আমার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয়া হয়েছে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বরিশালে যুগান্তর সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় ০৬:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ৮ ফেব্রুয়ারী ২০২৩

সংবাদ প্রকা‌শের জেরধ‌রে ব‌রিশাল সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌ষ্ট্রেট আমলী আদাল‌তে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন দৈ‌নিক যুগান্ত‌রের গৌরনদী প্রতি‌নি‌ধি আসাদুজ্জামান রিপন ও দৈনিক আজকা‌লের খব‌র পত্রিকার গৌরনদী প্রতি‌নি‌ধি কাজী র‌নি।

ত‌বে মামলায় সংবাদ প্রকা‌শের কো‌নো বিষয় উ‌ল্লেখ না ক‌রে চাঁদাবাজি, শ্ল‌ীলতাহা‌নি, জি‌ম্মি ক‌রে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আদায়ের অ‌ভি‌যোগ আনা হ‌য়েছে। ওই মামলায় দুই সাংবাদিকসহ আসামি হ‌য়ে‌ছেন আরও আটজ‌ন। গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বা‌সিন্দা ও মা‌লয়ে‌শিয়া প্রবাসী মকবুল বেপারীর স্ত্রী লা‌কি বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক মো. ম‌নিরুজ্জামান মামলা‌টি আমলে নি‌য়ে জেলা ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ৫ এপ্রিলের ম‌ধ্যে প্রতি‌বেদন জমা দেওয়ার নি‌র্দেশ দিয়েছেন।

বুধবার সকালে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন দাবি করে সাংবাদিক আসাদুজ্জামান রিপন বলেন, ইউপি সদ‌স‌্য করিম লস্করের সাথে বাদী লাকি বেগম গংদের একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনিয়ে বি‌ভিন্ন সময় সংবাদ প্রকাশের জেরধরে লাকি বেগম আমার উপর ক্ষিপ্ত হয়ে সোমবার আদালতে এই মিথে‌্য মামলা দা‌য়ের করেছেন। সাংবাদিক কাজী রনি বলেন, সঠিক তদন্তের মাধ্যমে মামলার মূলরহস্য বেরিয়ে আসবে।

প্রবাসীর স্ত্রী ও মামলার বাদি লাকি বেগম অভিযোগ করে বলেন, বার্থী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস‌্য ক‌রিম লস্ক‌র দীর্ঘদিন থেকে আমাকে কু-প্রস্তাব দি‌য়ে আসছিলো। এতে রা‌জি না হওয়ায় আমাকে বিভিন্নধরনের ভয়ভী‌তি প্রদর্শন করা হয়। এমনকি ইউপি সদস্যর অত্যাচারে অতিষ্ঠ হয়ে প্রবাসী স্বামীর নির্দেশে আমি নিজ বাড়িঘর ছেড়ে সন্তানদের নিয়ে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাড়া বাসায় বসবাস করে আসছি। তিনি আরও বলেন, গত ২৫ জানুয়া‌রি রা‌তে আ‌গৈলঝাড়ার ফুলশ্রী গ্রা‌মের আমার ভাড়া‌টিয়া বাসায় আসামিরা পরস্পর যোগসাজসে প্রবেশ ক‌রে।

একপর্যায়ে ভয়ভী‌তি প্রদর্শন করে তারা (আসামি) আমার বাসায় বেড়াতে আসা অতিথিসহ আমাকে অমানুষিক নির্যাতন ক‌রে। পরে জোরপূর্বক আমার অশ্লীল ছ‌বি তু‌লে তা সামাজিক যোগা‌যোগ মাধ‌্যমে ছড়ি‌য়ে দেয়ার হুমকি দেয়। এসময় আসামিরা আমার বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি দুই লাখ টাকা চাঁদা দাবি করে ব্যাংকের চেকে আমার কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর আদায় করে নেয়া হয়েছে।