ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে পাচারকালে ‘৩ কোটি টাকার’ সাপের বিষ উদ্ধার

দিনাজপুরের বিরামপুর বাংলাদেশ-ভারত সীমান্তের কাছ থেকে ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ ‍শুক্রবার বিকেল ৪টার দিকে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার ২৮৯/৪১ -এস পিলার থেকে ২০০ গজ বাংলাদেশর অভ্যান্তর থেকে পরিত্যাক্ত অবস্থায় সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ ভারতে পাচার হচ্ছিল বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উচা গোবিন্দপুর মাঠে অবস্থান নেয় বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। পরে ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যাক্ত অবস্থায় দুইটি কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সাপের বিষের ওজন ২ কেজি ৪৭১ গ্রাম। যার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক তানজিলুর রহমান ভুঁইয়া বলেন, ‘রাতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে। এর আগে গত মাসেও আমরা ওই এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের বিষ উদ্ধার করেছি। সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

ভারতে পাচারকালে ‘৩ কোটি টাকার’ সাপের বিষ উদ্ধার

আপডেট সময় ১২:৪২:৪১ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪

দিনাজপুরের বিরামপুর বাংলাদেশ-ভারত সীমান্তের কাছ থেকে ২ কেজি ৪৭১ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া সাপের বিষের বাজার মূল্য প্রায় ২ কোটি ৯৬ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আজ ‍শুক্রবার বিকেল ৪টার দিকে বিজিবির জয়পুরহাট ২০ ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের মেইন পিলার ২৮৯/৪১ -এস পিলার থেকে ২০০ গজ বাংলাদেশর অভ্যান্তর থেকে পরিত্যাক্ত অবস্থায় সাপের বিষ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বিষ ভারতে পাচার হচ্ছিল বলে জানায় বিজিবি।

বিজিবি জানায়, ভারতে সাপের বিষ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উচা গোবিন্দপুর মাঠে অবস্থান নেয় বিজিবি ঘাসুড়িয়া ক্যাম্পের সদস্যরা। পরে ওই এলাকা দিয়ে এক ব্যক্তি যাওয়ার সময় বিজিবির সদস্যরা তাকে ধাওয়া করেন। পরে পরিত্যাক্ত অবস্থায় দুইটি কাচের বোতলে থাকা সাপের বিষ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া সাপের বিষের ওজন ২ কেজি ৪৭১ গ্রাম। যার মূল্য ২ কোটি ৯৬ লাখ ৫২ হাজার টাকা।

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক তানজিলুর রহমান ভুঁইয়া বলেন, ‘রাতে ঘাসুড়িয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে আড়াই কেজি সাপের বিষ উদ্ধার করেছে। এর আগে গত মাসেও আমরা ওই এলাকা থেকে প্রায় সোয়া কোটি টাকা মূল্যের বিষ উদ্ধার করেছি। সীমান্তে বিজিবি সব সময় সতর্ক অবস্থায় রয়েছে।’