কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ কারণে রাষ্ট্রদ্রোহিতার একটি মামলায় ১০ দিনের রিমান্ড আবেদনের শুনানি পিছিয়ে ১৩ জুন ঠিক করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার এ মামলায় ইশরাকের উপস্থিতিতে রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু কারাগারে অসুস্থতার জন্য আজ তাকে আদালতে হাজির করা হয়নি। তাই ঢাকার মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী আল ফারাবী পরবর্তী শুনানির দিন ১৩ জুন ঠিক করেন।
গত ২৯ মে ইশরাকের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) পরিদর্শক মো. কবির হোসেন হাওলাদার।
এর আগে গত ১৯ মে ১২ মামলায় জামিন চেয়ে আবেদন করেন ইশরাক। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন ১১টি মামলায় জামিন মঞ্জুর করেন। তবে পল্টন থানার রাষ্ট্রদ্রোহের ওই মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
গত বছর ২৯ অক্টোবর মহিউদ্দিন শিকদার নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন। মামলায় বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফী, চৌধুরী হাসান সারওয়ার্দী ও বিএনপি নেতা ইশরাক হোসেনকে আসামি করা হয়।