ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

‘আমাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়তো বেশি বিক্রি হয়’

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৮:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১২৭ বার পড়া হয়েছে

টলিউডের এ মুহূর্তের অন্যতম জনপ্রিয় মুখ ইশা সাহা। আজ শুক্রবার মুক্তি পেয়েছে ইশা অভিনীত ছবি ‘মিথ্যে প্রেমের গান’। এ উপলক্ষে তার একান্ত সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। সে সাক্ষাৎকারে নিজের অনেক ব্যক্তিগত বিষয়ও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

‘মিথ্যে প্রেমের গান’ ভ‌্যালেন্টাইনস ডে-র আগে এল, সত্যি প্রেমের গানটা কবে গাইবেন?- এমন প্রশ্নের জবাবে জোরে হেসে ইশা সাহা বলেন, ‘সবসময় গাইছি, কিন্তু সেটা ভীষণ প্রাইভেট। আমি খুব প্রাইভেট পার্সন।’

প্রেমের অর্থ ঠিক কীরকম আপনার কাছে? একজন মানুষকে ভাল লাগার শুরুটা কীভাবে?- জবাবে ইশা বলেন, ‘কী বলব, সেরকম কোনও পার্টিকুলার প‌্যারামিটার তো হয় না প্রেমের। কন্ডিশনস তো থাকে না, যে এইটা হলে ওইটা হবে। হঠাৎ করেই হয়। সেটা কারও গান শুনে হতে পারে, কথা শুনে, কবিতা শুনে বা অ‌্যাক্টিং দেখেও হতে পারে।’

‘ইশা’ নামের খুব কাছাকাছি ‘ইশক’ শব্দটা। সেই কারণে কি আপনাকে নিয়ে এত প্রেমের গুঞ্জন?- এমন প্রশ্নের জবাবে ইশা সাহা বলেন, ‘না, সেই কারণে নয় (হাসি)। আমার মনে হয় হয়তো ইশাকে নিয়ে ইশক বা প্রেমের গুঞ্জন হলে সেই খবরটা বেশি বিক্রি হয়।’

বিভিন্ন গুঞ্জন নয়, একটাই বলব ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে আপনার সম্পর্কে একটা গুঞ্জন রয়েছে। যে, তার সঙ্গে সম্পর্কে রয়েছেন- জবাবে ইশা বলেন, ‘তুমি তো ভালো একটা কথা বললে যে, একজনের নাম। অনেক জনের নাম আমি শুনেছি। আমি শুনেছি যার সঙ্গেই কাজ করি।

’এই ধরনের গুঞ্জন-আলোচনা কতটা প্রভাব ফেলে?- এর উত্তরে তিনি বলেন, ‘এখন আর ফেলে না। একেবারে ফেলে না-ও বলব না। আল্টিমেটলি আমরা সবাই মানুষ। আমাদের সবার ইমোশন আছে। আমি জানি কোনটা সত্যি বা মিথ্যা। এখনও বলতে পারি, এটা নয় বা এটা। মনে হয় আমাদের সব ইমোশনই বোধ হয় বিক্রি করা হয়। চুপ করে থাকাটাই প্রেফার করছি।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

‘আমাকে নিয়ে প্রেমের গুঞ্জন হয়তো বেশি বিক্রি হয়’

আপডেট সময় ০৮:৪০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩

টলিউডের এ মুহূর্তের অন্যতম জনপ্রিয় মুখ ইশা সাহা। আজ শুক্রবার মুক্তি পেয়েছে ইশা অভিনীত ছবি ‘মিথ্যে প্রেমের গান’। এ উপলক্ষে তার একান্ত সাক্ষাৎকার নিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন। সে সাক্ষাৎকারে নিজের অনেক ব্যক্তিগত বিষয়ও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

‘মিথ্যে প্রেমের গান’ ভ‌্যালেন্টাইনস ডে-র আগে এল, সত্যি প্রেমের গানটা কবে গাইবেন?- এমন প্রশ্নের জবাবে জোরে হেসে ইশা সাহা বলেন, ‘সবসময় গাইছি, কিন্তু সেটা ভীষণ প্রাইভেট। আমি খুব প্রাইভেট পার্সন।’

প্রেমের অর্থ ঠিক কীরকম আপনার কাছে? একজন মানুষকে ভাল লাগার শুরুটা কীভাবে?- জবাবে ইশা বলেন, ‘কী বলব, সেরকম কোনও পার্টিকুলার প‌্যারামিটার তো হয় না প্রেমের। কন্ডিশনস তো থাকে না, যে এইটা হলে ওইটা হবে। হঠাৎ করেই হয়। সেটা কারও গান শুনে হতে পারে, কথা শুনে, কবিতা শুনে বা অ‌্যাক্টিং দেখেও হতে পারে।’

‘ইশা’ নামের খুব কাছাকাছি ‘ইশক’ শব্দটা। সেই কারণে কি আপনাকে নিয়ে এত প্রেমের গুঞ্জন?- এমন প্রশ্নের জবাবে ইশা সাহা বলেন, ‘না, সেই কারণে নয় (হাসি)। আমার মনে হয় হয়তো ইশাকে নিয়ে ইশক বা প্রেমের গুঞ্জন হলে সেই খবরটা বেশি বিক্রি হয়।’

বিভিন্ন গুঞ্জন নয়, একটাই বলব ইন্দ্রনীল সেনগুপ্তকে নিয়ে আপনার সম্পর্কে একটা গুঞ্জন রয়েছে। যে, তার সঙ্গে সম্পর্কে রয়েছেন- জবাবে ইশা বলেন, ‘তুমি তো ভালো একটা কথা বললে যে, একজনের নাম। অনেক জনের নাম আমি শুনেছি। আমি শুনেছি যার সঙ্গেই কাজ করি।

’এই ধরনের গুঞ্জন-আলোচনা কতটা প্রভাব ফেলে?- এর উত্তরে তিনি বলেন, ‘এখন আর ফেলে না। একেবারে ফেলে না-ও বলব না। আল্টিমেটলি আমরা সবাই মানুষ। আমাদের সবার ইমোশন আছে। আমি জানি কোনটা সত্যি বা মিথ্যা। এখনও বলতে পারি, এটা নয় বা এটা। মনে হয় আমাদের সব ইমোশনই বোধ হয় বিক্রি করা হয়। চুপ করে থাকাটাই প্রেফার করছি।’