কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বাংলাদেশ ছেড়ে নিজ দেশে গেছেন ৬ হাজার ৭০০-এর বেশি ভারতীয় নাগরিক।
আজ বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
মুখপাত্র জানান, বাংলাদেশ থেকে এখন পর্যন্ত নিরাপদে নিজ দেশে ফিরেছেন ৬ হাজার ৭০০-এর বেশি ভারতীয়। অন্যদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য ২৪ ঘণ্টা হেল্পলাইন চালু রেখেছে ভারতীয় হাইকমিশন ও সহকারী হাইকমিশন।
বাংলাদেশের চলমান ঘটনা দেশটির অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে রণধীর জয়সোয়াল বলেন, বাংলাদেশের ঘটনাবলির দিকে ভারত তীক্ষ্ণ নজর রেখেছে। খুব শিগগির বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করে দেশটি।