দেশের চলমান অস্থির পরিস্থিতির মধ্যে ঢাকাসহ বেশকিছু এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা বেড়ে গেছে বলে জানা যাচ্ছে।
কোথাও কোথাও গণডাকাতির খবরও পাওয়া গেছে।
মোহাম্মদপুরের বসিলা এলাকায় গত দু’দিনে অন্তত দু’বার গণডাকাতির চেষ্টা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাসিন্দারা।
ওই এলাকার একজন নৈশপ্রহরী মোজাম্মেল হোসেন বলছিলেন, ‘আন্ধার হইলেই অস্ত্রপাতি নিয়া হেরা মাঠে নাইম্মা যায়। গেল দিন বাড়ির সামনের থন মোর ফোনডা নিয়া গ্যাছেগা।’
ফাহমিদা আক্তার নামের এক বাসিন্দা প্রশ্ন করেন, ‘আর্মি নেই, পুলিশ নেই। তাহলে আমাদের নিরাপত্তা দেবে কে?’
এমন অবস্থায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ পালাক্রমে এখন প্রতিরাতে পালা করে পাহারা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঢাকার বাইরে কুমিল্লা, গাজীপুর, সিরাগঞ্জসহ বিভিন্ন এলাকায় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটের ঘটনার খবর গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
সূত্র : বিবিসি