ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
  • ১০৯৩ বার পড়া হয়েছে

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয়ার আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

গত ১৯ অগাস্ট সারডা নামে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে রিটটি করা হয়েছিল।

মঙ্গলবার (২৭ আগস্ট) সেই রিটের শুনানিতে অংশ নিয়ে রিট খারিজের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল।

পরে এক সংবাদ সম্মেলনে মো: আসাদুজ্জামান বলেন, সরকার কোনোভাবেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া সমর্থন করতে পারে না।

তিনি বলেন, ‘দলের যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগঠনের নিবন্ধন বাতিল করা যাবে না।’

রিট আবেদনের দুর্বলতা নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘রিটে আওয়ামী লীগকে বিবাদিই করা হয়নি।’

তাছাড়া, রিটকারীর এমন রিট দায়েরের এখতিয়ার নেই বলেও মন্তব্য তার।

রিটটিতে রাষ্ট্রের সংস্কারের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়।

এ বিষয়ে মো: আসাদুজ্জামান বলেন, ‘এই সরকারের মেয়াদ আদালত নির্ধারণ করে দিতে পারে না।’

সূত্র : বিবিসি

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

আওয়ামী লীগ নিষিদ্ধের রিট খারিজ চাইলেন অ্যাটর্নি জেনারেল

আপডেট সময় ০৭:০৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪

ছাত্র-জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেয়ার আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো: আসাদুজ্জামান।

গত ১৯ অগাস্ট সারডা নামে একটি মানবাধিকার সংগঠনের পক্ষে রিটটি করা হয়েছিল।

মঙ্গলবার (২৭ আগস্ট) সেই রিটের শুনানিতে অংশ নিয়ে রিট খারিজের আবেদন করেন অ্যাটর্নি জেনারেল।

পরে এক সংবাদ সম্মেলনে মো: আসাদুজ্জামান বলেন, সরকার কোনোভাবেই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিলের প্রক্রিয়া সমর্থন করতে পারে না।

তিনি বলেন, ‘দলের যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সংগঠনের নিবন্ধন বাতিল করা যাবে না।’

রিট আবেদনের দুর্বলতা নিয়েও কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, ‘রিটে আওয়ামী লীগকে বিবাদিই করা হয়নি।’

তাছাড়া, রিটকারীর এমন রিট দায়েরের এখতিয়ার নেই বলেও মন্তব্য তার।

রিটটিতে রাষ্ট্রের সংস্কারের প্রয়োজনে অন্তর্বর্তী সরকারের মেয়াদ সর্বনিম্ন তিন বছর চাওয়া হয়।

এ বিষয়ে মো: আসাদুজ্জামান বলেন, ‘এই সরকারের মেয়াদ আদালত নির্ধারণ করে দিতে পারে না।’

সূত্র : বিবিসি