ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিশাল বাজেটে শাকিবের ‘বরবাদ’, নায়িকা হবেন কে?

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ১০৮৮ বার পড়া হয়েছে
‘তুফানে’র সাফল্যের পর শাকিবের চোখ এখন ‘বরবাদ’-এর দিকে। কেননা এ সিনেমাটিও বড়সড় আয়োজনের। যদিও ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি এখনও। তবে কাজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে বরবাদ।

নতুন তথ্য অনুসারে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! 

সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, বিরাট বাজেটে তৈরি হচ্ছে শাকিবের পরবর্তী সিনেমাটি। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি।

দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ।
এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। 

আরো জানা যায়, সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। নায়িকা নিয়ে শুরুতে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও ইধিকা পালই হতে চলেছেন শাকিবের পর্দাসঙ্গী, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

‘বরবাদ’ প্রসঙ্গে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে।

যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।’ 

জানা যায়, ‘বরবাদ’ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন র‍্যাকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

বিশাল বাজেটে শাকিবের ‘বরবাদ’, নায়িকা হবেন কে?

আপডেট সময় ১২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
‘তুফানে’র সাফল্যের পর শাকিবের চোখ এখন ‘বরবাদ’-এর দিকে। কেননা এ সিনেমাটিও বড়সড় আয়োজনের। যদিও ক্যামেরা, লাইট জ্বলে ওঠেনি এখনও। তবে কাজ শুরুর আগেই উত্তাপ ছড়াচ্ছে বরবাদ।

নতুন তথ্য অনুসারে, প্রায় ১৫ কোটি টাকা বাজেটে নির্মিত হবে ‘বরবাদ’। যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমত রেকর্ড! 

সিনেমা সংশ্লিষ্টদের মাধ্যমে জানা যায়, বিরাট বাজেটে তৈরি হচ্ছে শাকিবের পরবর্তী সিনেমাটি। সিনেমার ৮০ শতাংশ শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স ধাঁচের সিনেমা; বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলেও এই ধরনের অ্যাকশন দেখেনি।

দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ে রবি বর্মা। যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলেগুর অধিকাংশ সিনেমায় থাকেন। এছাড়া মুম্বাইয়ের এজাজ মাস্টারসহ ‘এ গ্রেড’র কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছেন। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ।
এছাড়া গানে প্রীতমসহ থাকছেন বলিউডের শিল্পীরা। 

আরো জানা যায়, সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকবেন ‘প্রিয়তমা’ সিনেমার নায়িকা ইধিকা পাল। নায়িকা নিয়ে শুরুতে বেশ কিছু গুঞ্জন শোনা গেলেও ইধিকা পালই হতে চলেছেন শাকিবের পর্দাসঙ্গী, এমনটাই আভাস পাওয়া যাচ্ছে।

‘বরবাদ’ প্রসঙ্গে পরিচালক হৃদয় গণমাধ্যমকে বলেন, ‘প্রযোজকদের কাছে যা চেয়েছি তারা কিছুতে না করেননি। এছাড়া অনেক সারপ্রাইজ রয়েছে।

যা করছি সবকিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ হবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শকরা ‘বরবাদ’ টিমকে বিশ্বাস করুক। বাকিটা স্ক্রিনে দেখতে পাবে।’ 

জানা যায়, ‘বরবাদ’ সিনেমাটিকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন র‍্যাকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়।