বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা মৃত্যুবরণ করেন।
নিহত দুই বন্ধু হলেন পৌরসভার ১ নং ওয়ার্ড রুনশি এলাকার আরব আলী খানের পুত্র জয় (১৬) ও একই এলাকার নাসির হাওলাদারের পুত্র সাইমুন হাওলাদার (১৭)।
নিহত জয় বাকেরগঞ্জ জেএসইউ মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন ও নিহত সাইমুন বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড মুজাহিদিয়া মাদ্রাসার নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
ঘটনার সূত্রে জানা যায়, ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় দুই বন্ধু মিলে ভাড়ার মোটরসাইকেল নিয়ে পায়রা সেতুতে ঘুরতে যায়। এ সময় বাড়ি ফেরার পথে বরিশাল পটুয়াখালী মহাসড়কের লেবুখালী নামক স্থানে পৌছালে চলন্ত মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মধ্যে থেমে থাকা গোল্ডেন পরিবহনের একটি বাসের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় মোটরসাইকেল থাকা দুই বন্ধু সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকা জনক অবস্থা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আহত দুইজন মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ওসি মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।