৮২ বছর বয়সে মারা গেলেন মার্কিন অভিনেত্রী রাকেল ওয়েলচ। তার ব্যক্তিগত সহকারী জানিয়েছেন, কিছুদিন অসুস্থ থাকার পর গতকাল বুধবার সকালে এই তারকার মৃত্যু হয়। খবর বিবিসির।
হলিউডের অ্যাকশন সিনেমায় নায়িকাদের পথ প্রশস্ত করার জন্য কৃতিত্ব দেওয়া হয় রাকেলকে। ষাটের দশকে তিনি বিশ্বব্যাপী সেক্স সিম্বল হয়ে ওঠেন। তবে তাকে স্মরণ করা হয় ১৯৬৬ সালের ওয়ান মিলিয়ন ইয়ারস বি.সি সিনেমায় বিকিনি-পরা গুহা নারীর চরিত্রে অভিনয় করার জন্য।
এ ছাড়াও ১৯৭৪ সালের দ্য থ্রি মাস্কেটার্স-এর জন্য গোল্ডেন গ্লোব জিতেছিলেন রাকেল।
১৯৪০ সালে জন্মগ্রহণ করেন রাকেল। বেড়ে ওঠেন ক্যালিফোর্নিয়ায়। তিনি কিশোরী সুন্দরী প্রতিযোগিতায় জিতেছিলেন এবং পরে স্থানীয় আবহাওয়ার খবর পড়তেন। এলভিস প্রিসলির একটি মিউজিক্যালে ক্যামিও করে আলোচনায় আসেন রাকেল।