ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

হাইকোর্টের ১২ বিচারপতি বেঞ্চ পাচ্ছেন না

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৬:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪
  • ১০৮৬ বার পড়া হয়েছে

অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে কোনো বিচারিক বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডা. আজিজ আহমদ ভূঁঞা। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে আজ বুধবার বিকেলে হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভস্থলে এসে এ তথ্য জানান আজিজ আহমদ ভূঁঞা। এমন ঘোষণার পর হাইকোর্ট এলাকা ছাড়েন আন্দোলনকারীরা।

রেজিস্ট্রার জেনারেল ডা. আজিজ আহমদ ভূঁঞা বলেন, ‘আগামী রবিবার আদালত খুললে বিচারকদের অপসারণ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তোলা হবে। ইতোমধ্যে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তাদের সঙ্গে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। পরবর্তী সময়ে এই বিষয় প্রধান বিচারপতির সঙ্গেও আমরা কথা বলেছি। বিচারপতিদের পদত্যাগ কিংবা অপসারণের একটি প্রক্রিয়া রয়েছে। কিন্তু আমাদের দেশে এই সংক্রান্ত কোনো আইন নেই। বিগত সরকার বিচারপতিদের অপসারণে একটি অ্যামেনমেন্ট নিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দিয়েছে। এটি আবারও রিভিউর জন্য সরকার আবেদন করেছে। আগামী ২০ তারিখ রবিবার আদালত খুলবে। এটা নিয়ে ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেবেন।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

হাইকোর্টের ১২ বিচারপতি বেঞ্চ পাচ্ছেন না

আপডেট সময় ০৬:১৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪

অভিযোগ ওঠা ১২ বিচারপতিকে কোনো বিচারিক বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডা. আজিজ আহমদ ভূঁঞা। প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা শেষে আজ বুধবার বিকেলে হাইকোর্টের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভস্থলে এসে এ তথ্য জানান আজিজ আহমদ ভূঁঞা। এমন ঘোষণার পর হাইকোর্ট এলাকা ছাড়েন আন্দোলনকারীরা।

রেজিস্ট্রার জেনারেল ডা. আজিজ আহমদ ভূঁঞা বলেন, ‘আগামী রবিবার আদালত খুললে বিচারকদের অপসারণ সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তোলা হবে। ইতোমধ্যে ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধিদল আমার সঙ্গে দেখা করেছে। তাদের সঙ্গে দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি। পরবর্তী সময়ে এই বিষয় প্রধান বিচারপতির সঙ্গেও আমরা কথা বলেছি। বিচারপতিদের পদত্যাগ কিংবা অপসারণের একটি প্রক্রিয়া রয়েছে। কিন্তু আমাদের দেশে এই সংক্রান্ত কোনো আইন নেই। বিগত সরকার বিচারপতিদের অপসারণে একটি অ্যামেনমেন্ট নিয়েছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেটি বাতিল করে দিয়েছে। এটি আবারও রিভিউর জন্য সরকার আবেদন করেছে। আগামী ২০ তারিখ রবিবার আদালত খুলবে। এটা নিয়ে ওই দিন প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রায় দেবেন।’