ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে মাঝারি মাত্রার এক ভূমিকম্প আঘাত হেনেছে। এই ভূমিকম্প বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট জেলাতেও অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.৩।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অধিফতরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩। এর কেন্দ্রস্থল ছিল ভারতের মেঘালয় রাজ্য।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ৬৪ দশমিক ৮ কিলোমিটার।
এদিকে মৃদু ভূমিকম্পে কাঁপলেও এতে ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।