ঢাকা , রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪
  • ১০৮৮ বার পড়া হয়েছে

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আাগামী নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা।

শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন।

আর ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।

এ সময় প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সেন্টমার্টিন দ্বীপে পর্যটন সাময়িকভাবে সীমিত করবে সরকার

আপডেট সময় ০৭:২২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪

সেন্টমার্টিন দ্বীপের পরিবেশবান্ধব আবহ নিশ্চিত করার প্রচেষ্টার অংশ হিসেবে দ্বীপটিতে পর্যটন কয়েক মাসের জন্য সীমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২২ অক্টোবর) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আাগামী নভেম্বর মাসে সেন্টমার্টিনে ভ্রমণ করা গেলেও রাত্রিযাপন করতে পারবেন না পর্যটকরা।

শুধুমাত্র ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপন করতে পারবেন পর্যটকরা। সেক্ষেত্রে মাত্র দুই হাজার জন রাত্রিযাপনের সুযোগ পাবেন।

আর ফেব্রুয়ারি মাসে এই প্রবাল দ্বীপে পর্যটন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।

এর আগে সেন্টমার্টিন দ্বীপে পর্যটক সীমিত ও রাতযাপন নিষিদ্ধ না করে বরং ব্যবস্থাপনার সক্ষমতা ও পরিবেশ রক্ষার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে দ্বীপটির জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছিল দ্বীপবাসী ও পর্যটন সংশ্লিষ্ট বেসরকারি খাতের অংশীজনরা।

এ সময় প্রেস উপসচিব আবুল কালাম আজাদ মজুমদার, সহকারী প্রেস সচিব নাঈম আলী ও সুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।