ঢাকা , বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

সুন্দরবনে বাঘ গণনায় বসানো ক্যামেরা চুরি

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩
  • ১৩০২ বার পড়া হয়েছে

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে গাছে স্থাপন করা আটটি ক্যামেরা চুরি হয়েছে। পশ্চিম সুন্দরবনের নোটাবেকী খাল এলাকা থেকে এসব ক্যামেরা চুরি হয়। গতকাল বুধবার চুরি হওয়ার বিষয়টি বন বিভাগের নজরে আসে।

বাঘ গণনার জন্য সম্প্রতি কদমতলা ও কৈখালী স্টেশনে জেলে-বাওয়ালীদের জন্য বন বিভাগের পাশ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো খুঁজে বের করতে পারেনি বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ চলছে। সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের গাছে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায় ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। কৈখালী ও কদমতলা স্টেশনে ক্যামেরা স্থাপনের জন্য জেলেদের পাশ দেওয়া বন্ধ রয়েছে। কদমতলা স্টেশনের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে সম্প্রতি আটটি ক্যামেরা চুরি হয়েছে।

এদিকে, প্রবেশ নিষিদ্ধ এলাকায় যাওয়ার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার তাদের সুন্দরবনের পুস্ককাটি এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী বলেন, ‘বুধবার ক্যামেরা চুরির বিষয়টি আমাদের নজরে আসে। এ ঘটনায় কারা জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে স্টেশন কর্মকর্তাদের নিবিড় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।’

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

সুন্দরবনে বাঘ গণনায় বসানো ক্যামেরা চুরি

আপডেট সময় ০৯:০৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৩

সুন্দরবন, সাতক্ষীরা রেঞ্জে বাঘ গণনার কাজে গাছে স্থাপন করা আটটি ক্যামেরা চুরি হয়েছে। পশ্চিম সুন্দরবনের নোটাবেকী খাল এলাকা থেকে এসব ক্যামেরা চুরি হয়। গতকাল বুধবার চুরি হওয়ার বিষয়টি বন বিভাগের নজরে আসে।

বাঘ গণনার জন্য সম্প্রতি কদমতলা ও কৈখালী স্টেশনে জেলে-বাওয়ালীদের জন্য বন বিভাগের পাশ বন্ধ হয়ে যায়। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো খুঁজে বের করতে পারেনি বন বিভাগ।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনে ক্যামেরা ট্রাপিং পদ্ধতিতে বাঘ গণনার কাজ চলছে। সাতক্ষীরা রেঞ্জের চারটি স্টেশনের গাছে ৩৭৬টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ইতোমধ্যে কোবাদক ও বুড়িগোয়ালিনী স্টেশন এলাকায় ক্যামেরা স্থাপনের কাজ শেষ হয়েছে। কৈখালী ও কদমতলা স্টেশনে ক্যামেরা স্থাপনের জন্য জেলেদের পাশ দেওয়া বন্ধ রয়েছে। কদমতলা স্টেশনের নোটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে সম্প্রতি আটটি ক্যামেরা চুরি হয়েছে।

এদিকে, প্রবেশ নিষিদ্ধ এলাকায় যাওয়ার অভিযোগে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ। বুধবার তাদের সুন্দরবনের পুস্ককাটি এলাকা থেকে আটক করা হয়।

এ বিষয়ে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল চৌধুরী বলেন, ‘বুধবার ক্যামেরা চুরির বিষয়টি আমাদের নজরে আসে। এ ঘটনায় কারা জড়িত, তা উদ্‌ঘাটনের চেষ্টা চলছে। এ বিষয়ে স্টেশন কর্মকর্তাদের নিবিড় নজরদারি করতে নির্দেশ দেওয়া হয়েছে।’