ঢাকা , মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

আজীবন সম্মাননা পাচ্ছেন খালেদা আক্তার কল্পনা

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৩১ বার পড়া হয়েছে

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাবে এই সম্মাননা গ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান। খালেদা আক্তার কল্পনা বলেন, ‘এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। জীবনে দ্বিতীয়বারের মতো আজ আবারও আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি। যারা আমাকে এই সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

অবশ্যই এই সম্মাননার সঙ্গে শ্রদ্ধা-ভালোবাসা সম্পৃক্ত। তাই এই সম্মাননা আমি আজ পরম ভালোবাসা নিয়ে গ্রহণ করব। আর আমার যারা ভক্ত দর্শক আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতেও আরও ভালো ভালো কাজ করে যেতে পারি।’ এরই মধ্যে কল্পনা দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দুটি নাটক নির্মাণ করেছেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দুটিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরও অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী। খালেদা আকতার কল্পনা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। খালেদা আক্তার কল্পনা অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

আজীবন সম্মাননা পাচ্ছেন খালেদা আক্তার কল্পনা

আপডেট সময় ১০:৩৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩

চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী খালেদা আক্তার কল্পনা ‘আজীবন সম্মাননা’য় ভূষিত হতে যাচ্ছেন। আজ বিকাল ৫টা ৩০ মিনিটে রাজধানীর অফিসার্স ক্লাবে এই সম্মাননা গ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানের পরিচালক নাজমুল খান। খালেদা আক্তার কল্পনা বলেন, ‘এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে আমি আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলাম। জীবনে দ্বিতীয়বারের মতো আজ আবারও আজীবন সম্মাননায় ভূষিত হতে যাচ্ছি। যারা আমাকে এই সম্মাননা দিচ্ছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।

অবশ্যই এই সম্মাননার সঙ্গে শ্রদ্ধা-ভালোবাসা সম্পৃক্ত। তাই এই সম্মাননা আমি আজ পরম ভালোবাসা নিয়ে গ্রহণ করব। আর আমার যারা ভক্ত দর্শক আছেন তাদের প্রতি অনেক ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতেও আরও ভালো ভালো কাজ করে যেতে পারি।’ এরই মধ্যে কল্পনা দীর্ঘদিন পর তিনি তার নিজের রচনায় দুটি নাটক নির্মাণ করেছেন। একটির নাম ‘প্রেমিক বাইকওয়ালা’ ও অন্যটির নাম ‘কলগার্ল’। নাটক দুটিতে তিনি নিজে অভিনয়ও করেছেন। পাশাপাশি আরও অভিনয় করেছেন শিউলী শিলা, আমির পারভেজ, বনশ্রী। খালেদা আকতার কল্পনা নায়করাজ রাজ্জাকের পরিচালনায় নির্মিত ‘জিনের বাদশা’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। খালেদা আক্তার কল্পনা অভিনীত প্রথম সিনেমা মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’। এখন পর্যন্ত তিনি পাঁচ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন।