নওগাঁর পত্মীতলায় ট্রাকচাপায় রুহুল আমিন (৩৩) নামে পুলিশের এক উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন।
শনিবার রাত সাড়ে ১০টায় নজিপুর-সাপাহার সড়কের কুন্সিপুকুর এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন জয়পুরহাট সদর উপজেলার আটঠোকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি পত্মীতলা থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টায় রুহুল আমিন মধুইল বাজার থেকে মোটরসাইকেলে থানায় ফিরছিলেন। নজিপুর-সাপাহার সড়কের চকআবদাল কুন্সিপুকুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এসময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পত্মীতলা থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।