ঢাকা , সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট কমিয়ে দিল বেবিচক

  • সূর্যোদয় ডেস্ক:
  • আপডেট সময় ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩
  • ১১৪৭ বার পড়া হয়েছে

ফ্লাইট সিডিউল ঠিক না রাখায় সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়ার প্রতিদিন একটি করে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বারবার সতর্ক করার পরও ফ্লাইট সিডিউল ঠিক রাখতে না পারায় গত ১৪ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠাটিকে এ শাস্তি দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিমান সংস্থাটি সপ্তাহে ৩০ থেকে ৩৬টি ফ্লাইট পরিচালনা করে। কিন্তু সিডিউল ঠিক রাখতে পারছে না। যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের বারবার সতর্ক করা হয়েছে। এরপরও বিষয়টি তারা সুরাহা করতে না পারায় প্রতিদিন একটি করে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ে এসেও যাত্রীদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। আবার বাংলাদেশেও যাত্রীরা দেরিতে আসছে। ট্রানজিট যাত্রী হিসেবে যারা দুবাই হয়ে অন্য দেশে যায় তাদের ফ্লাইট মিস হয়। ফলে দুবাইতে ট্রানজিট নেওয়া যাত্রীরা বিপাকে পড়েন।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সাধারণত মধ্যপ্রাচ্যে কাজ করা দেশীয় শ্রমিকরা বেশি যান। ভাড়া কিছুটা কম আর মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা হওয়ায় তারা এয়ার অ্যারাবিয়ায় টিকিট কাটেন। কিন্তু এই সংস্থার ফ্লাইট সিডিউল লোকাল বাসের মতো। অনেক সময় লাগেজও ফেলে আসে।

ট্যাগস
আপলোডকারীর তথ্য

আজকের সূর্যোদয়

আজকের সূর্যোদয় প্রত্রিকায় আপনাদের স্বাগতম। ‍আমাদের নিউজ পড়ুন এবং বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন।

বরিশালে মুজিবিয়ানের ৮৭ নেতাকে খুঁজছে গোয়েন্দা সংস্থা

এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট কমিয়ে দিল বেবিচক

আপডেট সময় ১১:১৯:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

ফ্লাইট সিডিউল ঠিক না রাখায় সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এয়ার অ্যারাবিয়ার প্রতিদিন একটি করে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বারবার সতর্ক করার পরও ফ্লাইট সিডিউল ঠিক রাখতে না পারায় গত ১৪ ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠাটিকে এ শাস্তি দেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানান, বিমান সংস্থাটি সপ্তাহে ৩০ থেকে ৩৬টি ফ্লাইট পরিচালনা করে। কিন্তু সিডিউল ঠিক রাখতে পারছে না। যাত্রীদের ভোগান্তির বিষয়টি গুরুত্ব দিয়ে তাদের বারবার সতর্ক করা হয়েছে। এরপরও বিষয়টি তারা সুরাহা করতে না পারায় প্রতিদিন একটি করে ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, নির্দিষ্ট সময়ে এসেও যাত্রীদের বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। এতে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে। আবার বাংলাদেশেও যাত্রীরা দেরিতে আসছে। ট্রানজিট যাত্রী হিসেবে যারা দুবাই হয়ে অন্য দেশে যায় তাদের ফ্লাইট মিস হয়। ফলে দুবাইতে ট্রানজিট নেওয়া যাত্রীরা বিপাকে পড়েন।

ভুক্তভোগী যাত্রীরা বলেন, এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে সাধারণত মধ্যপ্রাচ্যে কাজ করা দেশীয় শ্রমিকরা বেশি যান। ভাড়া কিছুটা কম আর মধ্যপ্রাচ্যের বিমান সংস্থা হওয়ায় তারা এয়ার অ্যারাবিয়ায় টিকিট কাটেন। কিন্তু এই সংস্থার ফ্লাইট সিডিউল লোকাল বাসের মতো। অনেক সময় লাগেজও ফেলে আসে।